বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা

বৃষ্টিতে বাংলাদেশ-ভারত সিরিজ

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা ছিল। তবে মাঠ খেলার উপযুক্ত না থাকায় সেটি এখনও হয়নি।

ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থ্যাৎ বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত জানাবেন তারা।

আশার কথা এই যে রাতে গ্রিণ পার্কে বৃষ্টি হলেও আপাতত সেখানে বৃষ্টি নেই। তবে আকাশে প্রচুর মেঘ আছে। আর তাতে সম্ভাবনা রয়েছে যেকোনো সময় বৃষ্টি নামার।

ইতোমধ্যেই উইকেটের কভার সরিয়ে দেয়া হয়েছে। পরবর্তী পরিদর্শন শেষে জানা যাবে টসের সময়। একইসঙ্গে জানা যাবে কখন শুরু হবে ম্যাচ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। সিরিজের প্রথম ম্যাচে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গাটা শক্ত করেছে রোহিত শর্মার দল। অপরদিকে বড় হারে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল।


সম্পর্কিত খবর