বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

শহরের বিজিবি ক্যাম্প এলাকায় স্থাপনা সংস্কারে ১৫ লাখ টাকা চাঁদা দাবী

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় নিজের জমিতে স্থাপনা সংস্কার করতে গেলে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে একটি দুর্বৃত্ত চাঁদাবাজ চক্র। তাদের হুমকিতে দিশেহারা জমির মালিক এরশাদ হোসেন।

অভিযোগে জানাযায়- বিজিবি ক্যাম্প এলাকার মৃত গুরা মিয়ার ছেলে নুরুল আজিমসহ তার ৫ ভাই থেকে ৬ মাস আগে এরশাদ হোসেন কাগজপত্র যাচাই-বাচাই করে জমিটি ক্রয় করেন। জমিটি কাগজ নিজের নামে বুঝে নিয়ে সেখানে এরশাদ স্থাপনা নির্মাণ করেন। এখন তার ভাড়াটিয়ারা বসবাস করেন। বৈরী আবাহাওয়ার কারণে ঝড়ো বাতাসে স্থাপনা নষ্ট হলে তিনি তা সরিয়ে সংস্কার করতে গেলেই আসে চাঁদাবাজ চক্রের বাঁধা। তখন বিজিবি ক্যাম্প এলাকার মৃত বাচা মিয়ার ছেলে ছৈয়দ কবির নেতৃত্বে তার ছেলে ছাদেক হোসেন, ছৈয়দ কবিরের ভাই ছৈয়দ আলম, মৃত জালাল আহমেদের ছেলে ছৈয়দুর রহমান, আজিজুর রহমান, মুফিজুর রহমান, আরিফুর রহমান ও দিদারুল আলমসহ অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত এসে স্থাপনা সংস্কারে বাঁধা দেয়। বিনিময়ে তারা ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। অন্যথায় এরশাদকে স্থাপনা সংস্কার করতে দিবে না বলে হুমকি-ধামকি দিয়ে চলে যায়।

এবিষয়ে জমির মালিক এরশাদ হোসেন অভিযোগ করে বলেন- এ জমিতে তাদের কিছু নেই। জমি ক্রয়ের সময় দলিলে তাদের সাক্ষী হিসেবে দেখেছি তখন তারা কোনকিছু বলেনি। আজকে হুট করে এসে স্থাপনা সংস্কার করতে গেলে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে। অন্যথায় স্থাপনা সংস্কার করতে দিবে না বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তাদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তথ্যমতে- অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত জমিটিতে তাদের প্রবেশে ১৪৪ ধারা জারী করে। তারপরও তারা থেমে নেই। নানাভাবে হুমকি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা চেয়ে বসেছে।”


সম্পর্কিত খবর