বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

উৎসব আমেজে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কর্ণফুলী ডেস্ক

উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ” চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বন্দরনগরীর দক্ষিণ জোনের ০৯টি কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর সকাল ১১:১৫ টায় পরীক্ষা শেষ হয়। এতে প্রায় ১০ সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা কেফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুল জব্বার, সাবেক উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, আহবায়ক ইব্রাহীম হোসেন রনি, সদস্য সচিব মোজাহেরুল ইসলাম মুজাহিদ সহ পরিচালনা পর্ষদ ও কর্ম পরিষদের সদস্যরা।

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে। অংকুরের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, প্রসার ও শিক্ষার্থীদের মেধাবিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম বলেন, অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৫ সাল থেকে  বৃত্তি প্রকল্প ছাড়াও  স্বাস্থ্য, ক্রীড়া,সাংস্কৃতিক কার্যক্রম ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সহযোগীতায় প্রতিবারের মতো  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অংকুর বৃত্তি প্রকল্পের আহবায়ক ইব্রাহিম রনি বলেন, অংকুরের যাত্রা ১৯৮৫ সাল থেকে ছিল, আছে এবং ভবিষ্যতে চলমান থাকবে। এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় আয়োজক কমিটি, অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।


সম্পর্কিত খবর