বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই: শামীম

কর্ণফুলী ডেস্ক :: দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনায়ন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখা এবং জনকল্যাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

শুক্রবার ১৫ (নভেম্বর) নগরীর পিটস্টপ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন উপযোগী প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্পন্ন করা এবং দেশে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি সর্বদাই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে। পলাতক স্বৈরাচারের দোসরদের যে কোন অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সর্বদাই সজাগ ও সক্রিয় রয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্ব ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, দেশ ও দলের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন বা অনৈক্য কখনোই দল সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা সংগঠনের কল্যাণ বয়ে আনতে পারে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলকে এগিয়ে নিতে চলমান ঐক্য যে কোন মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির প্রতি জনগণের আস্থা অটুট রাখতে দলের নেতাকর্মীদেরকে সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নতুন কমিটির নব যাত্রার মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপি অতীতের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে। কার্যকর সাংগঠনিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দলে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করলেও বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়ে তা রুখে দিবে।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, সাংগঠনিক রাজনীতিকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই মহানগর বিএনপির নতুন কমিটির লক্ষ্য। দলকে শক্তিশালী ও গতিশীল করতে শীঘ্রই মহানগর বিএনপির অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে যাহারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন। তাহাদের প্রাধান্য দিয়ে যোগ্যতার মানদন্ডে কমিটিগুলো করা হবে।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়কবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত দলীয় নেতাকর্মী সহ অন্যান্য শহীদগণ এবং সাম্প্রতিক সময়ে পরলোকগত বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির সহ মহানগর বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে সদস্য সচিব নাজিমুর রহমান উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় নবগঠিত কমিটির পক্ষ হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয় স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


সম্পর্কিত খবর