আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লেগে ১০টি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে।
রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, ঘটনার সময় পরিচর্যা ইউনিটে ৪৯টি শিশু ছিল এর মধ্যে ৩৮ নবজাতককে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ। মৃত শিশুদের সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকি তিনজনকে শনাক্তে কর্তৃপক্ষ কাজ করছে। আগুন লাগার কারণ এখনও অজানা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স প্ল্যাটফর্মে এই ঘটনার শোক বার্তায় বলেন, যারা তাদের নিষ্পাপ শিশুদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি প্রার্থনা করি যেন ঈশ্বর তাদের এই অপরিমেয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। সূত্র: রয়টার্স