বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ার এবং ৩টি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পতেঙ্গা কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, ঘটনার দিন উল্লেখিত স্থানে বড় মাদকের চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ার এবং ৩টি লাইফবোট জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টম‌সে হস্তান্তর করা হয় বলে জানা যায়।


সম্পর্কিত খবর