বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

পতেঙ্গা বীচে করা হবে বাগান, সরানো হলো ৩১ দোকান

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সী-বী‌চের ভাসমান দোকানগু‌লো স্থানান্তর কার্যক্রমের উ‌দ্যোগ নি‌য়ে‌ছে বীচ ম্যানেজ‌মেন্ট ক‌মি‌টি।

আজ র‌বিবার (১৭ ন‌ভেম্বর) পতেঙ্গা বীচ থেকে ৩১ টি দোকান স‌রিয়ে রাস্তার দ্বারে নি‌য়ে আসা হয়েছে।

বিষয় নি‌শ্চিত করে পতেঙ্গার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্টেট জিমরান মোহাম্মদ সা‌য়েম জানান, মূলত বীচের দোকানগুলো স্থানান্তর করা হচ্ছে, উচ্ছেদ নয়। দোকানগুলো সেখান থেকে স‌রিয়ে রাস্তায় নি‌য়ে আসা হচ্ছে। আজকে ৩১ টি দোকান স্থানাস্থর করা হয়েছে। সব দোকান স্থানান্তর করা হবে। বীচে বাগান করা হ‌বে তাই এমন উদ্যোগ।


সম্পর্কিত খবর