বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আজ রোববার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ রোববার সন্ধ্যা ৭টায় ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।


সম্পর্কিত খবর