চট্টগ্রামে এক বছরে ৯৮টি মামলায় ৩৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠান সিলগালা ও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। তাছাড়া আগামী বছরের মধ্যে অত্যাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব স্থাপন করে সকল পণ্যের পরীক্ষা চট্টগ্রামে হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে স্টোক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম ফেরদৌস আলম বলেন, ‘দেশের পরিবর্তিত অবস্থায় সংস্কারের সঙ্গে তাল মিলিয়ে বিএসটিআই’র সেবার মান বৃদ্ধি করা হবে। ২০২৫ এর মধ্যেই বিএসটিআই চট্টগ্রামে নব নির্মিত ১০ তলা ভবণ চালু এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগিতা সম্পন্ন অত্যাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব স্থাপন করার মাধ্যমে সকল পণ্যের পরীক্ষা চট্টগ্রামে করা হবে। তবে ভোক্তা সাধারণ, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সকলের নৈতিকতার উন্নতি ঘটাতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘খাদ্যপণ্যের পাশাপাশি অবৈধ ও নিম্নমানের ইলেকট্রিক, পেট্রোল পাম্প, ওজনে কারচুপি ও কসমেটিক সামগ্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত বাজার তদারিক ও চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত ভবনে প্রধান কার্যালয়ের মতো সকল পণ্যের পরীক্ষণের সুবিধা সৃষ্টি করতে হবে।’
সভায় ছাত্র সমন্বয়কের প্রতিনিধি আবু হানিফ নোমান বাজার সার্ভিল্যান্সের মাধ্যমে ওজন যন্ত্রের ভ্যারিফিকেশ ও বাজার মনিটরিংয়ের জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান, বনফুলের জিএম আনামুল আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিএসটিআইয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম সভায় আগত স্টেকহোল্ডার ও অতিথিগণকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছাতা ও জবাবদিহিতামূলক সেবা প্রদান ও ব্যবসীয় ও শিল্প উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় শিল্প উদ্যোক্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ক্যাব এর প্রতিনিধিদের পাশাপাশি বিএসটিআই’র পরিচালক (সিএম) মো. নূরুল আমিন, পরিচালক (প্রশাসন) প্রকৌশলী নুরুল ইসলাম, পরিচালক (রসায়ন) গাজী নূরুল ইসলাম ও উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার উপস্থিত ছিলেন।