আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত।
সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত সে সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা কোনো চিরস্থায়ী সরকার নয়। বাংলাদেশে রাজনৈতিক সরকারের মেয়াদ হয় ৫ বছর। নতুন সংবিধানে আমরা এটিকে ৪ বছরেও নিয়ে আসতে পারি। কারণ, মানুষ দ্রুত পরিবর্তন দেখতে চায়। সে হিসাবে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হওয়া উচিত। হয়তো আরো কম হবে। জনগণের ইচ্ছানুযায়ীই এটা নির্ধারিত হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে সংস্কার সবচেয়ে জরুরি। সংবিধানের মূলনীতিগুলো কীভাবে সংশোধন করা হবে তা নিয়ে কমিশন গঠন করা হয়েছে। আইন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা শঙ্কার কমিশনও গঠন করা হয়েছে। এসবের জন্য কিছুটা সময় লাগবে। ডিসেম্বর নাগাদ কমিশনগুলো প্রতিবেদন পেশ করবে। সুতরাং, নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার প্রক্রিয়া সমান্তরালে চলছে।
নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেটা যখন গন্তব্যে পৌছাবে তখনই নির্বাচন হবে—এমন কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হলেই দেশে নির্বাচন হবে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের মূল ভিত্তি হলো সংস্কার। বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল নতুন বাংলাদেশ গঠন। নির্বাচন আয়োজন করলেই নতুন বাংলাদেশ তৈরি হয়ে যাবে না। বাংলাদেশের রাজনীতিতে পুরনো ধারারই কেবল পুনরাবৃত্তি হবে নির্বাচন। আমরা পুরনো ধারায় ফিরতে চাই না। আমরা সেসব থেকে মুক্তি চেয়েছি, পুরো দেশ সেই ধারা থেকে মুক্তি চেয়েছে। নতুন এবং ভিন্ন কিছু চেয়েছে জনগণ। এর মানে অনেক কিছু, যেমন— আইনি ব্যবস্থার সংস্কার। ঠিক তেমনিভাবে বিচার বিভাগেও দলীয়করণ করেছিল বিগত সরকার। দুর্নীতিতে নিমজ্জিত ছিল এসব বিভাগ। এসবের সঙ্গে পুলিশ বিভাগকেও নতুন করে সাজাতে হবে।
জলবায়ু পরিবর্তন নিয়ে ড. ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু। একে মোকাবেলা করতে হবে বৈশ্বিক স্তর থেকে। প্রকল্পভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়নে এই সমস্যা দূর করা সম্ভব নয়। এর জন্য দরকার জীবনাচরণের পরিবর্তন। কারণ, জলবায়ু পরিবর্তনের মূলে রয়েছে আমাদের জীবনাচরণ। পৃথিবীর প্রতি এটাই আমাদের বার্তা।