বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:: দীর্ঘ এক দশক পর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এ সফরে তারা বাংলাদেশের সঙ্গে খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এ সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিবি)। এর আগে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বীপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা। আয়ারল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সিলেটে ৫, ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই : দিলারা আক্তার, দিলা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস সুমনা, শারমিন সুলতানা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।


সম্পর্কিত খবর