বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

‘জামায়াতে ইসলামী একটি শান্তির সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তির সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হলে আর কোনও অন্যায় অবিচার হবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করার জন্য একটি গোষ্ঠী ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। দুষ্কৃতকারীরা আমাদের পাহাড়ি বাঙ্গালীদের মাঝে যে সম্প্রীতি রয়েছে সেখানে যেন আঘাত হানতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার ২০২৫-২৬ সেশনের মজলিশে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে জেলা শুরা সদস্যগণ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন।


সম্পর্কিত খবর