কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার বসবাসরতদের নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ঈদগাঁও উপজেলা সমিতির ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি নগরীর জিইসি মোড় হোটেল ওয়েল পার্ক লবি’তে ঈদগাঁও উপজেলা সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠন ও পর্যালোচনা সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রতি ইউনিয়ন থেকে ২ জন করে আহ্বায়কসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রস্তাব ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এতে বিশিষ্ট দানবীর, সমাজসেবক মোহাম্মদ মহসীন সিদ্দিকীকে আহ্বায়ক ও প্রথিতযশা চিকিৎসক ডা. কামরুল আযাদকে সদস্য সচিব ও মুজিবুর রহমানকে সমন্বয়ক এবং এইচ এম মহি উদ্দীনকে সহ-সমন্বয়ক নির্বাচিত করা হয়।
সভায় আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বসবাসরত সবাইকে নিয়ে বড় পরিসরে মেজবান, মিলনমেলা করে চূড়ান্ত কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে চট্টগ্রাম বসবাসরত ঈদগাঁও উপজেলার সবাইকে সমন্বয়ক মুজিবুর রহমানের (০১৮৮২-৮১৫২৫৩) সাথে অথবা সহ-সমন্বয়ক এইচ.এম মহি উদ্দীনের (০১৮৪২-৪৩১৩৯৩) সাথে যোগাযোগ করে ঐ প্লাটফর্মের গর্বিত সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।