রফিক মোহাম্মদ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে আর ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানায় নিহত আইনজীবী সাইফুলের পিতা জামাল উদ্দিন এই মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
মামলার আসামিরা হলেন- নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য।
এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪শ থেকে ৫শ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে খুনের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।