বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্যান্য

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি মূসা বিপ্লবকে দেখতে হাসপাতালে মাওলানা মুহাম্মদ শাহজাহান

কক্সবাজারের উখিয়ায় এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি মূসা বিপ্লব। তিনি মোটর সাইকেল আরোহী ছিলেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামুর খুনিয়া পালং এর রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রথমে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, কক্সবাজার থেকে মূসা বিপ্লব মোটরসাইকেল যোগে সাংগঠনিক কার্যক্রমের উদ্দেশ্যে উখিয়ায় যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দূর্ঘটনার শিকার হন তিনি।

তাকে দেখতে আজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি আইসিইউ-তে কর্তব্যরত চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। তিনি আহত মুসা বিপ্লবের বর্তমান অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন। মাওলানা শাহজাহান তার পরিবার-পরিজন, সংগঠনের সহকর্মীসহ সবাইকে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর