নিজস্ব প্রতিবেদক:
বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগ প্রথমবারের মতো আয়োজন করেছে ক্রিটিকাল কেয়ার সিম্পোজিয়াম। ইভেন্টে ক্রিটিকাল কেয়ার মেডিসিনের লেটেস্ট সব তথ্য ও অনুসন্ধান বিষয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত হেলথ প্রফেশনালদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইটিআইডি-এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ-এর প্রিন্সিপাল অধ্যাপক ডা. জসীম উদ্দিন। ইভেন্টে স্বাগত বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিওও সামির সিং। এছাড়া, বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতাল-এর ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের প্রফেসর ও প্রধান অধ্যাপক ডা. এ.এস.এম. আরিফ আহসান, এভারকেয়ার চট্টগ্রাম-এর ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট অধ্যাপক ডা. এ এ মোহাম্মদ রায়হান উদ্দিন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রেজাউল করিম ।
স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিওও সামির সিং বলেন, “চট্টগ্রামে প্রথম ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সিম্পোজিয়ামের মাধ্যমে চিকিৎসা পেশাজীবীরা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে নতুন কিছু শেখার ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ করে দিয়েছে এবং একইসাথে রোগীদের বিশ্ব মানের সেবা প্রদানের ক্ষেত্রে এভারকেয়ার’এর অঙ্গীকারকে তুলে ধরেছে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান অতিথি বিআইটিআইডি-এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরী বলেন, “ক্রিটিক্যাল কেয়ার জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিম্পোজিয়াম চট্টগ্রামে ক্রিটিক্যাল কেয়ার সেবার সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের মাধ্যমে হেলথকেয়ার কমিউনিটিকে সহায়তা করতে এভারকেয়ার হসপিটালের এই অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ-এর প্রিন্সিপাল অধ্যাপক ডা. জসীম উদ্দিন বলেন, “চট্টগ্রামে একটি সেরা মানের ক্রিটিক্যাল কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই সিম্পোজিয়াম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এভারকেয়ার হসপিটালের নেতৃত্বে সহযোগিতামূলক শিক্ষার প্রচার এবং পেশাগত উন্নয়নের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরণের সিম্পোজিয়াম রোগীদের চিকিৎসা ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”