নিজস্ব প্রতিবেদক:
দেরি না করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে একটি যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়তে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য,সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবর শাহ থানার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে করে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশের জনগণ আজ জামায়াতের দিকে তাকিয়ে আছে। এ জাতির ভাগ্য নিয়ে বার বার ছিনিমিনি খেলা হয়েছে। জাতির ভাগ্যে উন্নয়নে সকল দল ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ গত ষোল বছরে এদেশটাকে লুটেপুটে খেয়েছে। জনগণ আজ জামায়াতের হাতে ক্ষমতা দিতে চায়।আগামী নির্বাচনে জামায়াতের বিজয় যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্য সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।দ্বীনের দাওয়াত ব্যাপকভাবে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। সম্মেলনে ২০২৫ সালের জন্য বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সেটআপ ঘোষণা করা হয়।
থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলানা রেজাউল করিম,থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন ও কাট্টলী ওয়ার্ডের আমীর মাষ্টার মোরশেদ জিয়াউদ্দিন।