নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন শোষনমুক্ত, নিপীড়নমুক্ত, সুবিচারপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য শ্রমিক কল্যাণে শামিল হোন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২.৩০টায় লোহাগাড়া মডার্ণ কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুুস সালামের সাধারণ সম্পাদক মাওলানা মুনির উদ্দিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক,চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা এড. আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শামসুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার হরণ করেছে, হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় দিয়েছে, ভোটাধিকার হরণ করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। গত ১৬ বছরে গুম,খুনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে তারা কোথায়? পালায় না বলে পুরো এমপি মন্ত্রীসহ সবাইকে নিয়ে পালিয়ে গেল। পতিত স্বৈরাচারীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের ভুমিকা রয়েছে। জাতীয়তাবাদ,পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নাই, একমাত্র ইসলামী শ্রমনীতিতেই শান্তি মিলবে। শ্রমিকরা না হলে বাংলাদেশ টিকে থাকবে না। শ্রমিকরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে।
প্রধান বক্তা লস্কর মুহাম্মদ তসলিম বলেন, শ্রমিকদেরকে জান্নাতের দিকে আহবান করাও অধিকার আদায়ের কাজের অংশ। অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য দেশের সর্বত্র ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন। নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের পাশে দাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের মাথার উপর থেকে একটি বড় জগদ্দল পাথর সরে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসকের ফিরে আসার রেকর্ড নাই। অন্তর্বর্তী সরকারকে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহবান জানান তিনি। প্রতিটি মহল্লায়, ওয়ার্ডে শ্রমিক কল্যাণকে শক্তিশালী করতে হবে। ইসলামি শ্রমনীতির মধ্যে শ্রমিকদের কল্যাণ নিহিত রয়েছে।
বিশেষ অতিথি মুহাম্মদ ইসহাক বলেন, এদেশের মজলুম জনতার অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। যেখানে শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রতিটি শ্রমিকের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
বিশেষ অতিথি এস.এম লুৎফর রহমান বলেন, লোহাগাড়ায় গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট কর্তৃক শ্রমিকরা নির্যাতিত হয়েছে। নদভীর লালিত সন্ত্রাসী দ্বারা পীর মাশায়েখ, শ্রমিক, আলেম ওলামা, জামায়াত শিবিরের নেতৃবৃন্দের কে নিপীড়ন করা হয়েছে। আজকে নদভী তুমি কোথায়? তোমাদের গংদের আর রাজনীতি করার অধিকার নাই। ইসলামি শ্রমনীতির ভিত্তিতে দেশ পরিচালনা করলে দেশে বৈষম্য থাকবে না।
এতে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলার উপদেষ্টা ড. হেলাল উদ্দিন মোঃ নোমান, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম, উপদেষ্টা অধ্যাপক আবু তাহের, সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সিকদার, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল হক প্রমূখ।
উল্লেখ্য এতে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করানো হয়।
লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২৪ অনুষ্ঠিত
শোষন-নিপীড়নমুক্ত, সুবিচারপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়তে শ্রমিক কল্যাণে যোগ দিন : আ.ন.ম শামসুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন শোষনমুক্ত, নিপীড়নমুক্ত, সুবিচারপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য শ্রমিক কল্যাণে শামিল হোন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২.৩০টায় লোহাগাড়া মডার্ণ কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুুস সালামের সাধারণ সম্পাদক মাওলানা মুনির উদ্দিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শামসুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার হরণ করেছে, হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় দিয়েছে, ভোটাধিকার হরণ করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। গত ১৬ বছরে গুম,খুনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে তারা কোথায়? পালায় না বলে পুরো এমপি মন্ত্রীসহ সবাইকে নিয়ে পালিয়ে গেল। পতিত স্বৈরাচারীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের ভুমিকা রয়েছে। জাতীয়তাবাদ,পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নাই, একমাত্র ইসলামী শ্রমনীতিতেই শান্তি মিলবে। শ্রমিকরা না হলে বাংলাদেশ টিকে থাকবে না। শ্রমিকরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে।
প্রধান বক্তা লস্কর মুহাম্মদ তসলিম বলেন, শ্রমিকদেরকে জান্নাতের দিকে আহবান করাও অধিকার আদায়ের কাজের অংশ। অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য দেশের সর্বত্র ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন। নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের পাশে দাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের মাথার উপর থেকে একটি বড় জগদ্দল পাথর সরে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসকের ফিরে আসার রেকর্ড নাই। অন্তর্বর্তী সরকারকে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহবান জানান তিনি। প্রতিটি মহল্লায়, ওয়ার্ডে শ্রমিক কল্যাণকে শক্তিশালী করতে হবে। ইসলামি শ্রমনীতির মধ্যে শ্রমিকদের কল্যাণ নিহিত রয়েছে।
বিশেষ অতিথি মুহাম্মদ ইসহাক বলেন, এদেশের মজলুম জনতার অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। যেখানে শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রতিটি শ্রমিকের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
বিশেষ অতিথি এস.এম লুৎফর রহমান বলেন, লোহাগাড়ায় গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট কর্তৃক শ্রমিকরা নির্যাতিত হয়েছে। নদভীর লালিত সন্ত্রাসী দ্বারা পীর মাশায়েখ, শ্রমিক, আলেম ওলামা, জামায়াত শিবিরের নেতৃবৃন্দের কে নিপীড়ন করা হয়েছে। আজকে নদভী তুমি কোথায়? তোমাদের গংদের আর রাজনীতি করার অধিকার নাই। ইসলামি শ্রমনীতির ভিত্তিতে দেশ পরিচালনা করলে দেশে বৈষম্য থাকবে না।
এতে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলার উপদেষ্টা ড. হেলাল উদ্দিন মোঃ নোমান, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম, উপদেষ্টা অধ্যাপক আবু তাহের, সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সিকদার, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল হক প্রমূখ।
উল্লেখ্য এতে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করানো হয়।