বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

সিআরবিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে কার, তিন রিকশাচালক আহত

নগরীর সিআরবিতে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার কয়েকটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়কের আইল্যান্ডের উপর উঠে যায়। এ ঘটনায় তিন জন রিকশাচালক মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল রাত সাড়ে ১১টায় সিআরবি সাত রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালকরা হলেন সোহরাব হোসেন (৩৫), রানা মিয়া (২৬) ও মো. রুবেল (৩৪)। তারা চমেক হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি বেপরোয়া গতির প্রাইভেট কার সিআরবি সাত রাস্তার মোড় থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় সামনে থাকা দুই–তিনটি রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার মাঝখানের আইল্যান্ডের উপর উঠে যায়।

সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় পেছন দিক দিয়ে কয়েকটি রিকশাকে ধাক্কা দিয়ে আইল্যান্ডের উপরে উঠে গেছে। প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আমরা প্রাইভেট কারটি জব্দ করেছি। কারের মালিক আমাদের হেফাজতে আছে। কারের ধাক্কায় তিনজন রিকশাচালক মারাত্মক আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


সম্পর্কিত খবর