বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

শহীদ মিনারে আজ সমবেত হওয়ার কর্মসূচি বহাল

জুলাই ঘোষণাপত্র সরকারই দেবে, সমর্থনে কর্মসূচিও হবে : বৈষম্যবিরোধী আন্দোলন

সরকার ঘোষণাপত্রের পক্ষে যে অবস্থান নিয়েছে তাতে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে। তবে ঘোষণাপত্র সরকারই দেবে। আজ মঙ্গলবার শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি কেমন হবে তা জানিয়ে দেওয়া হবে বলে তুলে ধরেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গতকাল সোমবার রাতে বাংলামোটরে জরুরি বৈঠক শেষে তিনি আজ মঙ্গলবারের কর্মসূচি ও ঘোষণাপত্রের বিষয়ে কথা বলেন। এদিন সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা আসার পর রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসেন হান্নান মাসউদ। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলব, এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি সেক্ষেত্রে দেশি–বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে, আমাদের বিজয় হয়েছে। আমরা অবশ্যই শহীদ মিনারে একত্রিত হব। যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা একত্রিত হব।

সরকারের ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে শহীদ মিনারে সমবেত হয়ে সমর্থন জানানোর কথা তুলে ধরেন তিনি বলেন, প্রক্লেমেশন কীভাবে হবে কালকে আমরা সেখানে বলে দেব। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি। আমরা রাষ্ট্রকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও গিয়েছি। আমরা বলেছি যেন প্রত্যেকে এটা গ্রহণ করেন। কারণ ঘোষণাপত্রটি হবে একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে।

আজ শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ করার কর্মসূচি দিয়েছিল সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রোববার বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক এবং ১৯৭২ সালের সংবিধানের কবর রচনা করা হবে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েত হওয়ার প্রত্যাশার কথাও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

 


সম্পর্কিত খবর