বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ

চট্টগ্রামে মাদ্রাসা দখলের অভিযোগ মুনিরিয়া যুব তবলীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

চট্গ্রামে রাউজানে প্রভাব খাটিয়ে সাইনবোর্ড ভাংচুর ও জোরপূর্বক একটি মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির বিরুদ্ধে। এমনকি মাদ্রাসার সমস্ত কার্যক্রম ওই যুব কমিটির নির্দেশে পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটির আয়ের সমস্ত টাকা নিজেদের হেফাজতে নিয়েছে অভিযুক্তরা।

গত ৪ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে বিনাজুরী এলাকায় কাগতিয়া মাইজপাড়া তালীমুল কোরআন মাদ্রসা ও দারুল ইয়াতামা নামে এই মাদ্রাসাটিতে ভাংচুর ও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় গত ৭ ডিসেম্বর মুনিরিয়া যুব তাবলীগ কমিটির মুনির উল্লাহ, সোলায়মান, বোরহান, শাহাদাতসহ ১৩ জনের নামে ও অজ্ঞাত ৮/১০ জনের সামে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসাইন এ অভিযোগ করেন।
ওই অভিযোগের পরও নিজেদের প্রভাব খাটিয়ে বর্তমানে মাদ্রাসাটির শিক্ষকদের জিম্মি করে মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে।

মাদ্রাসার সভাপতি জামাল হোসাইন বলেন, আমি ২৬ বছর ধরে এই মাদ্রাসা পরিচালনা করে আসছি। মাদ্রাসা ভবনটি আমাদের মুর্শির সম্পত্তির ওপর নির্মিত হয়েছে। হঠাৎ ওরা উড়ে এসে জুড়ে বসে। তাঁরা মাদ্রাসাটি নিজেদের ট্রাস্টি বোর্ডের নামে পরিচালনার কথা বলে দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
৪ ডিসেম্বর তাঁরা বেআইনীভাবে মাদ্রাসায় প্রবেশ করে সাইনবোর্ড ভাংচুর ও নিজেদের সাইনবোর্ড লাগানোর পাশাপাশি তাঁদের নির্দেশে মাদ্রাসার সমস্ত কার্যক্রম পরিচালনা করতে মাদ্রাসার প্রধানকে হুমকি দিয়ে যায়। প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক মাদ্রাসার সমস্ত অর্থ ও হিসাব-নিকাশ নিয়ে ফেলে। মাদ্রাসার অন্যান্য শিক্ষকদেরকেও জিম্মি করে রেখেছে।
জামাল হোসাইন দাবি করেন, ওরা স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এদের কাজই হচ্ছে নিজেদের প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের জায়গা প্রতিষ্ঠান দখল করা। তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুনিরিয়া যুব তবলীগ কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. আবুল মনসুর বলেন, যিনি এসব অভিযোগ দিয়েছেন মূলত তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মূলত মাদ্রাসাটি দরবারের নামে পরিচালিত হচ্ছে।


সম্পর্কিত খবর