নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ড মুনিরনগর তরুণ সংঘ মোড় সংলগ্ন এলাকায় চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ী আরাফাত জামাল বিপ্লবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ব্যবসায়ী আরাফাত জামাল বিপ্লব।
অভিযুক্ত ব্যক্তি ইউসুফ আলী সারেং এর বাড়ি প্রকাশ দরবারের বাড়ির মৃত ফজল হকের সন্তান মো. ফাহিম (৪০)। তিনি অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নানের ঘনিষ্ট সহচর বলে জানা যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব জানান, দীর্ঘদিন ধরে আমি এলাকায় ব্যবসা করে আসছি। এলাকায় ছিঁচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত ফাহিম কিশোর গ্যাং, জুয়ার বোর্ড, মাদক সরবরাহ সহ বিভিন্ন অপরাধে জড়িত, সে অনেকদিন যাবত আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকিও দিয়েছে। বৃহস্পতিবার রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার জন্য আসলে আমি তা দিতে অপারগতা প্রকাশ করায় সে হামলা চালিয়ে অফিসে কমপক্ষে ৫ লক্ষ টাকার জিনিস ভাঙচুর করে। এ সময় বাঁধা দিতে গিয়ে আমার ম্যানেজার রাশেদ আহত হয়।
এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ব্যবসায়ী বিপ্লব বলেন, তিনি শীঘ্রই থানায় অভিযোগ করে আইনের আশ্রয় চাইবেন।