বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগঠন সংবাদ

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী

‘আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করুন’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তায়ালার বিধান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই গ্রন্থ এক মহান নিয়ামত। এই হেদায়েতের বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসুলগণকে পাঠিয়েছেন। কুরআনের বাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট পৌঁছানোর লক্ষ্যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্যারেড ময়দানে আগামী ২৭-৩১ জানুয়ারি’২৫ ইং ৫দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে, উক্ত মাহফিল সফল করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দায়িত্বশীলদের এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, সাবেক উত্তর জেলা আমীর ও টিম সদস্য আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান ও মাওলানা জাকের হোসাইন।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, নগর জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবুল হোসাইন ও ইঞ্জিনিয়ার মোমিনুল হক, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মুহাম্মদ নুর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান এলাহী, ইসকপ সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ জামান প্রমুখ।


সম্পর্কিত খবর