বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থনীতি

১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার

২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, নতুন বছরের প্রথম ১১ দিনের প্রতিদিন গড়ে দেশে এসেছে ছয় কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৫ ডলার। এ প্রবাসী আয় আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারি মাসের প্রতিদিনের তুলনায় কম। গত বছরের ডিসেম্বরের মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৩৫ ডলার। আগের বছরের জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার। খবর বাংলানিউজের।

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের এসেছে দুই কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।

 


সম্পর্কিত খবর