চট্টগ্রাম নগরীর জামালখান রয়েল অর্কিড ব্যাঙ্কুয়েট হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা। গতকাল সোমবার মেলাটির উদ্বোধনের পরই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। আগামী বুধবার পর্যন্ত চলবে মেলাটি।
সোমবার মেলায় আয়োজক কমিটির পক্ষ থেকে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। এবারের মেলায় ৩০টি স্টলে উদ্যোক্তারা পোষাক, প্রসাধনী, জুয়েলারি, অর্গানিক প্রোডাক্টসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলার আয়োজক ফারজানা মমতাজ দিবা বলেন, উদ্যোক্তাদের ব্যবসা প্রসার করার জন্য আমরা প্রদর্শনী মেলার আয়োজন করেছি। সেখানে দর্শনার্থীরা মেলায় ঘুরে সুলভ মূল্যে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারবেন। দর্শণার্থীদের ভালো সাড়া পাচ্ছি।
মেলায় মা আয়েশা বেগমকে নিয়ে ঘুরতে আসেন নাহিদা আক্তার নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। দুইটি থ্রি-পিছ কেনেন তিনি। নাহিদা জানান, এক ছাদের তলায় অনেক পণ্যের সমাহার ছিল এখানে। ঘুরে ঘুরে স্টলগুলো দেখেছি। খুবই গুছানো আয়োজন। দামও তুলনামূলক কম।