১৯ জানুয়ারী ডিবিসি নিউজ চ্যানেলে ‘’কারাগার থেকে জামিন এবং মামলা থেকে অব্যহতি মর্মে বিএনপি ও জামায়াত নেতার ১৫ লক্ষ টাকার চুক্তি’’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি আবু হাফস মোহাম্মদ নকিব ১৯জানুয়ারী গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিটি হুবহু তুলে ধরা হলঃ
‘’কারাগার থেকে জামিন এবং মামলা থেকে অব্যহতি মর্মে বিএনপি ও জামায়াত নেতার ১৫ লক্ষ টাকার চুক্তি’’ শিরোনামে ১৯জানুয়ারী ডিবিসি নিউজ চ্যানেলে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক দূরভিসন্ধিমূলক। আমরা এ মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদনে কর্ণেল হাট বাসিন্দা ইঞ্জিনিয়ার মামুন মীরসরাইয়ের জোরারগঞ্জে একটি মামলায় গ্রেফতার হয় এবং এই বিষয়ে সীতাকুণ্ড জামায়াতের সাবেক এক কমিশনারের নাম উল্লেখ করে মামুনের স্ত্রী থেকে মামলা থেকে অব্যাহতি এবং জামিন হিসেবে ১৫ লক্ষ টাকার বিরাট অঙ্কের চুক্তির যে ছবি ডিবিসি নিউজের হাতে আছে মর্মে জামায়াত সম্পর্কে যেসব আজগুবি তথ্য প্রদান করা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে একটি ব্যবসায়িক লেনদেনকে রাজনৈতিক মামলা থেকে অব্যাহতির চুক্তি বাবদ লেনদেন বলে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে এবং ব্যবসায়িক আপোষনামা ও মিমাংসাপত্রকে টাকা গ্রহণের চুক্তিনামা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মীরসরাই থানার মামলার বিষয়ে ইতোমধ্যে ইঞ্জিনিয়ার মামুন ও তার স্ত্রী ইতিমধ্যে ফেইসবুক লাইভে এসে কোনো দলের ব্যক্তি সম্পর্কে এধরনের বিষয় মিথ্যা বলে নিশ্চিত করেছেন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ ধরনের অসত্য রিপোর্ট প্রকাশ করা সংবাদ মাধ্যমের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। জামায়াতের ভাবমর্যাদা নষ্ট করা এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যে বারবার এ ধরনের মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হচ্ছে।
ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি ডিবিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।