অদ্য ১৭ জানুয়ারি সকাল ১১:৩০মিনিটের সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত পরিচালক সাবেক ছাত্রনেতা ইঞ্জি. বোরহান উদ্দীনের মুক্তির দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আইএইচআরসি’র চট্টগ্রাম বিভাগের সিনিয়র যুগ্ম সমন্বয়ক প্রখ্যাত সাংবাদিক সৈয়দ খালেদ হায়াতের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়ক মো. আরশি আজিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন— আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইঞ্জি. বোরহান উদ্দীনকে নি:শর্তভাবে মুক্তি দিতে হবে। অন্যথায় ডি.সি অফিস, পুলিশ কমিশনার অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে সংগঠন বাধ্য হবে। ইঞ্জি. বোরহান উদ্দীন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত প্রাণ। আজ তাকে নিয়ে একটি ফ্যাসিবাদী চক্র ও পুলিশ প্রশাসন মিলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখতে চায়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সভাপতির বক্তব্যে সাংবাদিক সৈয়দ খালেদ হায়াত বলেন, হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে দেশে সুশাসন, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। কিন্তু গত চার মাসে অন্তর্বতীকালীন সরকার তার দ্বারে কাছেও নাই। অন্তর্বতীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা স্বৈরাচার ফ্যাসিবাদীর সাথে হাত মিলিয়ে দেশ পরিচালনা করছে। প্রশাসনের সর্বাগ্রে এখনও স্বৈরাচারী সরকরের প্রেতাত্মারা বহাল তবিয়তে রয়েছে। ফলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতা কমীর্রা এখনও মামলা হামলা নিপীড়নের শিকার হচ্ছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক নার্গিস সুলতানা, দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক মো. মাহফুজুল হক, মহানগর যুগ্ম সমন্বয়ক মো. ইসমাইল, যুগ্ম সমন্বয়ক জানে আলম, প্রফেসর ফেরদৌসি আক্তার, প্রফেসর উত্তম কুমার বড়–য়া, মো. ফয়সাল উদ্দীন, মো. মনিরুল আলম, শ্রী পলাশ ধর প্রমুখ।
অন্যান্য
চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধনে এম এ হাশেম রাজু
“৪৮ ঘণ্টার মধ্যেই ইঞ্জি. বোরহান উদ্দীনকে মুক্তি দিতে হবে”
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ : ৩ দিন আগে