চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাহুল ধরের ওপর হামলা ও টাকা লুটের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গত সোমবার (২০ জানুয়ারি) উপজেলা যুবদল কর্মী মোহাম্মদ নয়নকে (৩৩) প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে মামলা হয়।
আসামি নয়ন উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। মামলার অপর আসামি উপজেলার রূদুরা গ্রামের মো. আজিমের ছেলে মো. বোরহান (২২)।
মামলার বাদী রাহুল ধর জানান, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে তার মালিকানাধীন চন্দ্রিমা জুয়েলার্স থেকে নগদ ৫ লাখ টাকা নিয়ে চৌমুহনী বাজারে তার আরেকটি প্রতিষ্ঠান আনোয়ারা জুয়েলার্সে যাচ্ছিলেন। আনোয়ারা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাগে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে আহত করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।