রবিবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগঠন সংবাদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান

দেশের বৃহত্তর স্বার্থে শ্রমিক জনতাসহ ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাজনৈতিক মত-দ্বিমত একপাশে রেখে দেশের বৃহত্তর স্বার্থে শ্রমিক জনতাসহ ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক পক্ষগুলো জাতীয় স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য অটুট রাখতে না পারলে পাঁচ আগস্টের অর্জন ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ ১৬ বছর জনগণের ওপর অবৈধভাবে চেপে থাকা ফ্যাসিস্ট শাসকের পতনের ফলে জনগণ যে ইনসাফ ও সমৃদ্ধির আশা করছে, তা ব্যাহত হবে। তাই সকল পক্ষের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে। সকলের সাথে ভালো আচরণ করতে হবে। দ্বিমত ও বিতর্ক হলে সেটাও উত্তমভাবে করতে হবে। অপরাপর ইসলামী দলগুলোর সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারে প্রতি আমরা আহ্বান করছি, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। মূলকথা হচ্ছে, নির্বাচনকে নির্বাচনের মতো করে করতে হবে। নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। বিগত তিনটি নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করে ভোটডাকাতি করেছে, সেসব ভোট ডাকাতদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার না আসতে পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ‍মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন।

প্রধান বক্তা মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের ইসলামি আন্দোলনের গুরুত্বপূর্ণ সেক্টর। শ্রম-অঙ্গনের সব ট্রেডে যেন আমরা কাজ শক্তিশালী করতে পারি, সেজন্য শ্রমিক কল্যাণের কাজকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে শ্রমিকদের সচেতন থাকতে হবে। দেশের সকল ক্রান্তিলগ্নে শ্রমিক জনতাকে সংগ্রামী ভূমিকা রাখতে হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামোতে স্থিত করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আবু বকর বিন ইউসুফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ আবদুস সালাম, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, খাগড়াছড়ি জেলা সভাপতি ডা. ওলিউর রহমান, মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ। সম্মেলনে চট্টগ্রাম মহানগরী ও জেলাসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর