রবিবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগঠন সংবাদ

বাকলিয়া থানা শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শীতজনিত কারণে ছড়িয়ে পড়ছে নানা অসুখবিসুখ। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। ফুটপাত এবং খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা নেই। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা ও তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।

নিউ যান পাবলিক স্কুল খালেদা বেগম ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ নুর নবী ও উদ্বোধক ছিলেন রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ.এস. এম এয়াকুব।

নিউ সান পাবলিক স্কুলের সভাপতি অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোছাইন মানিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, রসুলবাগ আহাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নছরুল্লাহ করিম চৌধুরী, নিউ যান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক প্রভাষক ডা. মো. এফতেখার উদ্দিন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড আমীর মোহাম্মদ কামাল হোসেন, বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ি ও সামাজ সেবক মোহাম্মদ আলি হোছাইন, পটিয়া জঙ্গল বাইন ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল প্রমুখ।

 


সম্পর্কিত খবর