বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে, যে সমাজে সবার অধিকারের নিশ্চয়তা থাকবে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে ইনশাআল্লাহ। এসময় তিনি ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বরিবার(২৬ জানুয়ারি) চকবাজার থানা জামায়াতে ইসলামীর শীতার্তদের মাঝে কম্বল উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের আমীর আমীর আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ১৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি এরশাদুল ইসলাম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, মুহাম্মদ ইসমাঈল, নুরুল আমিন চৌধুরী,মোস্তাফিজুর রহমান, এম.কে তোয়াহা, জহিরুল ইসলাম, তৌহিদূল ইসলাম প্রমুখ।