বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ

অভিযানে জব্দ ১৬টি বুলেট

পাহাড়তলী থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার উদ্ধার

নগরীর পাহাড়তলীর একটি পাহাড়ি এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা ঠেকাতে পরিচালিত অভিযানে মিলেছে দুটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট। এসব অস্ত্র গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল। গতকাল বুধবার বিকেলে পাহাড়তলী থানা পুলিশের একটি টিম বিদেশি দুটি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করে। যে স্থান থেকে অস্ত্র, বুলেট উদ্ধার হয়েছে সেটি পরিত্যক্ত জায়গা বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি বলেন, পাহাড়তলীর সাগরিকার ধোপপুল ব্রিজ সংলগ্ন পাহাড়ি খাল পাড় এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে গিয়েছিল। তাদের তৎপরতা ঠেকাতে আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত একটি জায়গা থেকে দুটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র, বুলেট গত ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র, বুলেট থানা থেকে লুট হলেও সেগুলো ছিল পাবলিকের। ৫ আগস্টের আগে সেগুলো থানায় জমা রাখা হয়। ওসি আরো বলেন, ছিনতাই চক্রের আনাগোনা ঠেকাতে অভিযান পরিচালনা করা হলেও আমাদের টিম কোনো ছিনতাইকারী চক্রের সন্ধায় পায়নি। তিনি বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ উদ্ধার হওয়া অস্ত্র, বুলেট অনেক দিন আগে ফেলে গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। সেদিন একটি পক্ষ বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে।

 


সম্পর্কিত খবর