বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- অধ্যক্ষ নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক:

দুস্থ ও অসহায়দের পাশে থেকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্রগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর ০৮ নং শুলকবহর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জুলাই -২০২৪ বিপ্লবের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশকে দূর্নীতিমুক্ত করতে দেশপ্রেমিক জনতাকে একসাথে কাজ করার আহবান জানান এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে জনগণ জামায়াত ইসলামীর উপর আস্থা রাখছে।
তিনি আরো বলেন, জনগণের এ আস্থা ধরে রাখতে সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা করতে হবে।

৮ নং শুলকবহর ওয়ার্ড আমীর তৌহিদ আজাদ এর সভাপতিত্বে সেক্রেটারী শহিদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

এতে আরো বক্তব্য রাখেন ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম হাকিমী, ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুব ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, মুসলেহ উদ্দিন প্রমুখ ।


সম্পর্কিত খবর