কর্ণফুলী ডেস্ক:
কর্ণফুলী উপজেলা সিটিজেনস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) কর্ণফুলী থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও কর্ণফুলী থানা এলাকার নাগরিকবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, সিটিজেন ফোরামের কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষ পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সামাজিক মূল্যবোধ বাড়াতে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানা পুলিশের সহকারী কমিশনার (এএসপি) জামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ, কর্ণফুলী থানা জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের মানিকসহ অন্যান্যরা।