নিজস্ব প্রতিবেদক:
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শুরু হলো লেজারের মাধ্যমে টনসিলের সার্জারী। ১০ বছরের নারী শিশুর উপর চট্টগ্রামে প্রথমবারের মতো লেজার টনসিলেক্টমি নামে অত্যাধুনিক সার্জারী চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় এই হাসপাতালে।
এভারকেয়ার হাসপাতালের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজার টনসিলেক্টমি পদ্ধতি যথাসম্ভব নির্ভুল ও রক্তপাতহীন অপারেশন নিশ্চিত করে, যা রোগীদের ঝুঁকি কমিয়ে আনার পাশাপাশি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। এই পদ্ধতিতে অপারেশনকালে রক্তক্ষরণ মাত্র ১০ মিলিলিটারেরও কম হয়েছে, যেখানে প্রচলিত টনসিলেক্টমি পদ্ধতিতে সাধারণত রক্তক্ষরণ ১০০ মিলিলিটারের বেশি হয়।
অপারেশনের প্রধান সার্জন ডাঃ এবিএম তোফাজ্জল হোসেন বলেন, ‘উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইএনটি চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম যে মানদণ্ড স্থাপন করেছে সেজন্য আমরা অত্যন্ত অনন্দিত। আমার অপারেশন থিয়েটার টিম, অ্যানেস্থেশিয়া টিম এবং হাসপাতাল ব্যবস্থাপনা টিমকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাই।’
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ডাঃ এবিএম তোফাজ্জল হোসেন লেজার ইএনটি সার্জারির একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। ২০০৭ সাল থেকে তিনি এই প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৮ বছরে, তিনি বিভিন্ন দেশের খ্যাতনামা হাসপাতালে বহু লেজার সার্জারি করেছেন এবং বর্তমানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চিকিৎসা সেবা প্রদান করছেন।