বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্যান্য

জামায়াত নেতার পিতার মৃত্যুতে নগর জামায়াতের শোক

কর্ণফুলী ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদেরের পিতা বজলুল আমীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ১৪ (নভেম্বর) সকাল ৮ টায় বাঁশখালী দক্ষিণ পুঁইছড়ি শাইয়ার পাড়া নিবাসী বজলুল আমীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর তাওফিক কামনা করেন।

মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ আসর নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের সন্তান মাওলানা ফজলুল কাদের। এতে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পর্কিত খবর