চট্টগ্রামে ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম ।
তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে।