সীতাকুণ্ডে মো. সাজ্জাদ হোসেন (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র আন্দোলনকারীরা। গতকাল শনিবার দুপুরে তাকে পৌরসদরের ইদিলপুর এলাকা থেকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আটক সাজ্জাদ পৌরসভার সাবেক কাউন্সিলর মফিজুর রহমানের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্ররা তাকে পৌরসভার নিজ এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক আইনের একটি মামলা রয়েছে। তাকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।